Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter
  1. সিটিজেন চার্টার

  1. উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর
  2.       ১। বিভিন্ন  দপ্তরের চাহিদা অনুসারে চাহিদা পত্র প্রাপ্তির সাথে সাথে তা পরীক্ষান্তে বিলি আদেশ জারী করা;
  3.       ২। কোন খাতে কত বিলি আদেশ জারী হয়েছে তা নোটিশ বোর্ডে প্রদান করা;
  4.       ৩। ওএমএস বরাদ্দ/বিলির আদেশ পরিমাণ এবং বিক্রিমূল্য নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা;
  5.       ৪। ওএমএস খাতে মূল্য জমা চালান প্রাপ্তির পর তা ঐদিনেই বিলি আদেশ জারী করা;
  6.       ৫।  চাল ও গম এর বাজার দর সংগ্রহ পূর্বক নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা;
  7.       ৬। সংগ্রহ বিনির্দেশসহ তার উপজেলার জন্য সংগৃহীতব্য খাদ্যশস্যের পরিমাণ, ক্রয় মূল্য ও ক্রয়ের স্থান নির্ধারণ পূর্বক তা যথাযথ ভাবে প্রচার ও নোটিশ বোর্ডে উপস্থাপন।
  8.       ৭। অধীনস্থ কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করণের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং তাঁদেরকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।
  9. স্থানীয় সরবরাহ কেন্দ্র (এলএসডি)
  10. ১। চাহিদাপত্র প্রাপ্তির পর ২৪ ঘন্টার মধ্যে বিলি আদেশ (ডিও) এর বিপরীতে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতকরণ;
  11. ২। প্রতিদিনের মজুদ হিসাব সংশ্লিষ্ট বোর্ডে লিপিবদ্ধকরণ;
  12. ৩। চলাচলসূচী জারীর ২৪ ঘন্টার মধ্যে সূচীর বাস্তবায়ন;
  13. ৪। বিনির্দেশ মোতাবেক খাদ্যশস্য সংগ্রহ করা;
  14. ৫। খাদ্যশস্যের সংগ্রহ বিনির্দেশের প্রতিটি প্যারামিটার সুষ্পষ্ট ভাবে উল্লেখ পূর্বক একটি আলাদা বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা করা;
  15. ৬। খাদ্যশস্য সংগ্রহের সময়সীমা উল্লেখ পূর্বক তা নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া;